১৮ সেপ্টেম্বর শেনইয়াং শহরে এক স্মরণ অনুষ্ঠানে চাও ল্য চি’র ভাষণ
2021-09-18 18:57:50

১৮ সেপ্টেম্বর শেনইয়াং শহরে এক স্মরণ অনুষ্ঠানে চাও ল্য চি’র ভাষণ_fororder_赵

সেপ্টেম্বর ১৮: ১৮ সেপ্টেম্বর ঘটনার ৯০তম বার্ষিকী উপলক্ষ্যে লিয়াও নিং প্রদেশের শেনইয়াং শহরে ‘১৮ সেপ্টেম্বর’ জাদুঘরের মহাচত্বরে ঘণ্টা ও অ্যালার্ম বাজানোর অনুষ্ঠান আয়োজন করা হয়।

চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য এবং কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সাধারণ সম্পাদক চাও ল্য চি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।

 

ভাষণে তিনি বলেন, ৯০ বছর আগের এদিন জাপানি বাহিনী ইচ্ছাকৃতভাবে ১৮ সেপ্টেম্বর ঘটনা ঘটায়, যা চীনা জনগণের প্রতিরোধস্পৃহা জাগিয়ে তোলে। সেই ঘটনা চীনা জাতির জাপানি আগ্রাসনবিরোধী প্রতিরোধ যুদ্ধের সূচনা এবং বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধের সূচনা ঘটায়। সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণ টানা ১৪ বছর রক্তাক্ত লড়াইয়ের মাধ্যমে জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধে মহান বিজয় অর্জন করে এবং চীনা জাতির গভীর সংকট থেকে মহান পুনরুত্থানের ঐতিহাসিক পরিবর্তন বাস্তবায়ন করেছে।

 

চাও ল্য চি বলেন, ঘণ্টা ও অ্যালার্ম বাজানোর অনুষ্ঠানের উদ্দেশ্য হলো ইতিহাস মনে রাখা, বিপ্লবের শহীদদের সম্মান করা, জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধের চেতনা লালন করা এবং সুন্দর ভবিষ্যত গঠন করা। নতুন যাত্রা শুরু করতে চাইলে আরো ঘনিষ্ঠভাবে কমরেড সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পাশে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক আধুনিক শক্তিশালী দেশ গঠন এবং চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট থাকা উচিত্ বলে তিনি উল্লেখ করেন।

(লিলি/তৌহিদ/শুয়েই)