বেইজিং রূপকথার জগৎ: ভিড় বাড়ছে পর্যটকদের
2021-09-16 23:27:03

শান্তা মারিয়া, চীন আন্তর্জাতিক বেতার: এ এক অন্য রকম জগৎ। রূপকথা আর সায়েন্স ফিকশন এখানে হাত বাড়ালেই ছোঁয়া যায়। বেইজিং ইউনিভারসাল স্টুডিওতে গড়ে উঠেছে এমনই এক নতুন বিশ্ব। আর এখানেই হতে যাচ্ছে এবারের মধ্য শরৎ উৎসব। তাই ভিড় জমছে বিনোদনপ্রেমীদের। 

বেইজিং রূপকথার জগৎ: ভিড় বাড়ছে পর্যটকদের_fororder_r1

 উৎসব মানেই অপরিসীম আনন্দ। আর তা যদি হয় কোন থিম পার্কে, তাহলে তো কথাই নেই। 
এবার এমনই এক সুযোগ হাতছানি দিচ্ছে চীনাদের। রাজধানী বেইজিং এ উন্মুক্ত হচ্ছে ইউনিভারসাল স্টুডিওর স্বপ্নীল ফটক। এখানেই আয়োজন করা হচ্ছে চীনের অন্যতম বড় সামাজিক উৎসব চোং ছিউ চিয়ে বা মধ্য শরৎ উৎসব।
১৯ থেকে ২১ সেপ্টেম্বর, উৎসবের এ তিনদিন ছুটি কাটাবে চীনারা। তাই বিনোদনপ্রেমীদের জন্য নানা আকর্ষণ নিয়ে অপেক্ষা করছে ইউনিভারসাল স্টুডিও থিম পার্ক। 

বেইজিং রূপকথার জগৎ: ভিড় বাড়ছে পর্যটকদের_fororder_r2
 
কি নেই এখানে। হ্যারি পটারের জাদুর স্কুলে আকাশে উড়ে বেড়ানো কিংবা জাদুর কাঠির কেরামতি দেখা যায়। 

বেইজিং রূপকথার জগৎ: ভিড় বাড়ছে পর্যটকদের_fororder_r3

আছে জুরাসিক জগত। যেখানে শাবক ডায়নোসরকে নিয়ে খেলা করতে পারছে দর্শকরা। বুক কাঁপানো সব রোলার কোস্টার বা স্পেস ট্রাভেলে ভ্রমণের সুযোগ মুগ্ধ করছে দর্শকদের। আর মিনিয়ন শহরে রয়েছে আজব রঙের ভুবন। সেইসঙ্গে রূপকথার পরী, রাজকুমার, রাজকুমারী আর কুংফু পান্ডা বেড়াচ্ছে দাপিয়ে। 

বেইজিং রূপকথার জগৎ: ভিড় বাড়ছে পর্যটকদের_fororder_r4
 
২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে খোলার আগে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সব রাইড, তাই ভিড় জমছে পর্যটকদের।