হংকং লিজেন্ড ক্রীড়াবিদ সারাহ লি
2021-08-19 19:14:05

হংকং লিজেন্ড ক্রীড়াবিদ সারাহ লি_fororder_ban3

সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে চীনের ক্রীড়াবিদ সারাহ লি ওয়াই জে’র ব্রোঞ্জ পদক জয় হংকংবাসীকে আনন্দে উদ্বেল করেছে। কারণ সারাহ লিকে হংকংবাসী ‘সাইক্লিং গডেস’ নামে ডেকে থাকেন।

৩৪ বছর বয়সী সারাহ লি একজন কৃতী সাইকেল চালক। তিনি ২০১৩ ও ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন। এশিয়ান গেমসে ২০১০, ২০১৪ এবং ২০১৮ সালের আসরে বিভিন্ন ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও উইমেন’স কেইরিন ইভেন্টে ব্রোঞ্জ জয় করেন।

 সেপ্টেম্বরে অনুষ্ঠেয় চীনের ন্যাশনাল গেমসের আসরেও অংশগ্রহণ করবেন সারাহ লি।

১৯৮৭ সালের ১২ মে হংকংয়ে জন্মগ্রহণ করা লি একজন প্রফেশনাল ট্র্যাক সাইক্লিস্ট। ২০০৪ সালে তিনি একজন ফুলটাইম অ্যাথলিট হন। 

শৈশব থেকেই বিভিন্ন ক্রীড়ায় পারদর্শিতা দেখিয়ে হংকংয়ের যুব সমাজে জনপ্রিয়তা পান লি। আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ক্রীড়াবিদ এই নারী সাইক্লিস্ট এখন চীনের তরুণ সাইকেল চালকদের মধ্যে বিশেষ করে নারী ক্রীড়াবিদদের মধ্যে অনুকরণীয় এক আইডল।

শান্তা মারিয়া