এশিয়াকে সংযুক্ত করতে বিআরআই বড় ভূমিকা রাখতে পারে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2021-04-20 19:34:34

এশিয়াকে সংযুক্ত করতে বিআরআই বড় ভূমিকা রাখতে পারে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা_fororder_12

ঢাকা, এপ্রিল ২০, সিএমজি বাংলা: বহুমুখী যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই বড় ভূমিকা রাখতে পারে উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পূর্ব এশিয়ার সঙ্গে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার সংযোগে এক অনন্য যোগসূত্র হতে পারে বাংলাদেশ। মঙ্গলবার চীনের হাইনানে প্রদেশে চলমান বোয়াও ফোরাম ফর এশিয়াতে পাঠানো ভিডিও বার্তায় একথা বলেন প্রধানমন্ত্রী। 
বক্তব্যে কোভিড ১৯ এর টিকাকে সার্বজনীন বৈশ্বিক পণ্য হিসেবে ঘোষণার দাবিও জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ সার্ক, বিমসটেক, সাসেক, বিবিআইন ও বিসিআইএমের মত আঞ্চলিক বিভিন্ন ফোরামের সঙ্গে সম্পৃক্ত। এশিয়ার পূর্বাংশের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশের সংযোগ স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ একটি অনন্য অবস্থানে রয়েছে। এই বহুমুখী সংযোগের ক্ষেত্রে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই গুরুত্বপূর্ণ রাখতে পারে।"
 কোভিড ১৯ এর টিকাকে সার্বজনীন বৈশ্বিক পণ্য হিসেবে ঘোষণার দাবিও জানান শেখ হাসিনা। তিনি বলেন, "বর্তমানে যেসব দেশ টিকা উৎপাদন করছে তাদের উচিত অন্য দেশগুলোকেও টিকা উৎপাদনে সহায়তা করা।" তিনি আরও বলেন, “ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর করতে সকল দেশের এক সঙ্গে কাজ করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জিএভিআই এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকে অবশ্যই সদস্য রাষ্ট্রগুলোর অধিকার, সাম্য এবং ন্যায্যতা নিশ্চিত করতে হবে।” জীবন ও জীবিকার ভারসাম্যপূর্ণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ মহামারীর বিরূপ প্রভাব কাটানোর চেষ্টা করে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 
সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ দশমিক ছয় বিলিয়ন ডলারের বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
আজহার/শান্তা
 #প্রধানমন্ত্রী #বোয়াও_সম্মেলন