২৪ এপ্রিল চীনের প্রথম মঙ্গল-গাড়ির নাম প্রকাশিত হবে
2021-04-20 10:50:11

এপ্রিল ২০: ২৪ এপ্রিল চীনের মহাকাশ দিবসে প্রকাশিত হবে দেশটির প্রথম মঙ্গল-গাড়ি (মার্স রোভার)-এর নাম। গতকাল (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চীনের জাতীয় মহাকাশযান ব্যুরোর একজন মুখপাত্র।

চীনের প্রথম মঙ্গলযান থিয়ানওয়েন-১ ২০২০ সালের ২৩ জুলাই মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যানটি নির্ধারিত সময়ের পর সাফল্যের সঙ্গে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে সেটিকে প্রদক্ষিণ করা শুরু করে। ভবিষ্যতে নির্ধারিত সময়ে মঙ্গলের বুকে থিয়ানওয়েন-১-এর একটি ল্যান্ডার অবতরণ করবে। ল্যান্ডারের সঙ্গে থাকবে একটি রোভার। মহাকাশ দিবসে এই রোভারের নামই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ এপ্রিল নয়াচীনের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘তুংফাংহুং-১’ সাফল্যের সাথে উত্ক্ষেপণ করা হয়। পরে এই দিনটিকেই ‘চীনের মহাকাশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। চলতি বছর মহাকাশ দিবসের মূল অনুষ্ঠান হবে চিয়াংসু প্রদেশের নানচিং শহরে। সেখানে চাঁদের নমুনা, চন্দ্রযান ছাং’এ-৫-এর রিটার্ন ক্যাপসুল ও প্যারাসুট ইত্যাদি প্রদর্শন করা হবে। এ ছাড়া, সারা দেশজুড়েই আয়োজিত হবে তিন শতাধিক অনুষ্ঠানের। (প্রেমা/আলিম/ছাই)