গ্রিস-ইসরাইল প্রতিরক্ষা চুক্তি সই
2021-04-19 13:20:12

গ্রিস-ইসরাইল প্রতিরক্ষা চুক্তি সই_fororder_1

এপ্রিল ১৯: গ্রিসের সঙ্গে রেকর্ড ১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে ইসরাইল। এখন পর্যন্ত দেশ দুটির মধ্যে এটিই সবচেয়ে বড় চুক্তি। রোববার এক বিবৃতিতে  ইসরাইল জানায়, দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চুক্তির অংশ হিসেবে গ্রিসের বিমান বাহিনী হেলেনিক এয়ার ফোর্সের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও পরিচালনা করবে ইসরায়েলের অস্ত্র কোম্পানি ‘এলবিট সিস্টেমস'। ২২ বছর মেয়াদী এ চুক্তির আওতায় গ্রিসের টি-৬ এয়ারক্রাফটকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবে এলবিট। প্রশিক্ষণ পরিচালনা ও অন্যান্য রসদ সরবরাহের কাজও তারা করবে।

ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়,  এ প্রকল্প ইসরায়েল ও গ্রিসের সক্ষমতা বাড়াবে ও দুই দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। আর এভাবেই প্রতিরক্ষা, অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরো গভীর হবে।

এর আগে গেল শুক্রবার সাইপ্রাসে সংযুক্ত আরব আমিরাত, গ্রিস, সাইপ্রাস ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রীরা দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হন।

অভি/ সাজিদ

তথ্য: সিজিটিএন