চীনের কোভিড-১৯ টিকা-সহায়তা: ফিলিপিনো প্রেসিডেন্টের কৃতজ্ঞতা প্রকাশ
2021-03-01 18:46:35

 

মার্চ ১: চীনের সাইনোভ্যাকের টিকা গতকাল (রোববার) বিকেলে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পোঁছেছে। ফিলিপিন্স এই প্রথম কোনো দেশের কাছ থেকে টিকা-সহায়তা পেলো।

ফিলিপিন্সের প্রেসিডেন্টের নেতৃত্বে মন্ত্রিসভার কয়েকজন সদস্য বিমানবন্দরে টিকা-হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফিলিপিন্সে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হুয়াং সি লিয়ানও এসময় উপস্থিত ছিলেন। ফিলিপিন্সের সামরিক বাহিনীকে দেওয়া চীনা গণমুক্তি ফৌজের টিকা-সহায়তাও একই সময়ে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছায়।

হস্তান্তর অনুষ্ঠানে চীনকে ধন্যবাদ জানান ফিলিপিন্সের প্রেসিডেন্ট দুতের্তে। তিনি জানান, চলতি বছর কোভিড-১৯ মহামারী শেষ হলে তিনি চীন সফর করবেন এবং নিজে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে ধন্যবাদ জানাবেন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, ফিলিপিন্সকে দেওয়া বিশেষ টিকা-সহায়তায় দেশটির সঙ্গে চীনের মৈত্রীর বহিঃপ্রকাশ ঘটেছে। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং ওয়েইমিং)