৪ঠা মার্চ শুরু হবে চীনের ত্রয়োদশ সিপিপিসিসি’র চতুর্থ অধিবেশন
2021-03-01 17:00:13

 

মার্চ ১: চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র ত্রয়োদশ জাতীয় কমিটির চতুর্থ অধিবেশন আগামী ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে। সিপিপিসিসি-র ত্রয়োদশ স্থায়ী কমিটির ১৫তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারের অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির স্থায়ী কমিটির কার্যবিবরণী এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের তৃতীয় অধিবেশনের পর উত্থাপিত প্রস্তাবের কার্যবিবরণী শোনা। পাশাপাশি, জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা এবং ‘এজেন্ডা ২০৩৫’ নিয়েও আলোচনা হবে। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং ওয়েইমিং)