আফ্রিকা মহাদেশে দক্ষিণ আফ্রিকায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবেচেয়ে বেশি
2021-03-01 17:00:37

 

মার্চ ১: আফ্রিকার রোগ প্রতিরোধক কেন্দ্র থেকে গতকাল (রোববার) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এদিন পর্যন্ত আফ্রিকায় ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৯১ হাজার ৪৭ জন, যার মধ্যে ১ লাখ ৩৫১৯ জন মারা গেছেন। আর ৩৪ লাখ ৬৩ হাজার ৬৭৭ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পরিসংখ্যান বলছে, আফ্রিকায় রোগীর সংখ্যা দিক থেকে প্রথম দিকে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া, মিসর ও ঈথিওপিয়া। আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এদিন টেলিভিশনে বলেন, দক্ষিণ আফ্রিকায় ইতোমধ্যেই ৬৭ হাজার চিকিত্সাকর্মীকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রদেশে টিকাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এ বছরের এপ্রিল ও মে মাস থেকে দ্বিতীয় পর্যায়ের টিকা দেওয়ার কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকার ‘লকডাউনের’ মান ইতোমধ্যেই ৩ থেকে ১-এ নামানো হয়েছে।

এদিকে, জিম্বাবুয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত শনিবার পর্যন্ত, দেশটিতে ১৭ হাজার চিকিত্সাকর্মী চীনা টিকা গ্রহণ করেছেন। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং ওয়েইমিং)