টানা ১১ বছর ধরে চীন বিশ্বের বৃহত্তম উত্পাদক-দেশ
2021-03-01 19:06:30

মার্চ ১: চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আজ (সোমবার) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০২০ সালে চীনের শিল্প-উত্পাদনের মূল্য ছিল ৩১.৩১ ট্রিলিয়ন ইউয়ান। এর অর্থ, চীন টানা ১১ বছর ধরে বিশ্বের বৃহত্তম উত্পাদক-দেশের স্থানটি ধরে রেখেছে। বিশ্বের মোট শিল্প-উত্পাদনে চীনের অবদান  প্রায় ৩০শতাংশ।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী সিয়াও ইয়া ছিং বলেছেন, গত পাঁচ বছরে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। চীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নব্যতাপ্রবর্তনও অনেক বেড়েছে; উন্নয়নের চালিকাশক্তি অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। এটি বাস্তব অর্থনীতি, এমনকি সমগ্র জাতীয় অর্থনীতির স্থিতিশীল ও স্বাস্থ্যকর বিকাশের জন্য দৃঢ় সমর্থন যুগিয়েছে। (ছাই/আলিম/স্বর্ণা)