চীনের দারিদ্র্যবিমোচন বিশ্বকে কি দিয়েছে: সিআরআই সম্পাদকীয়
2021-02-26 20:09:35

ফেব্রুয়ারি ২৬: বৃহস্পতিবার চীন চরম দারিদ্র্যমুক্তির ঘোষণা করেছে। চীন নির্ধারিত সময়ের দশ বছর আগেই ‘জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচীর’ দারিদ্র্যবিমোচনের লক্ষ্য পূরণ করেছে। বিশেষ করে গত আট বছরে, প্রতি বছর চীনে এক কোটি মানুষ দ্রুত গতিতে দারিদ্র্যমুক্ত হয়েছে। যা অন্য কোনো দেশে কল্পনা করা যায় না।

চীনের জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার ২০ শতাংশ। তাই এই সাফল্য শুধু চীনের নয়, বরং বিশ্বেরও বটে।

 

চীন সফলভাবে চরম দারিদ্র্য দূর করেছে, যা বিশ্বকে উত্সাহ দিয়েছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হল- চীনের দারিদ্র্যমুক্তকরণ বিশ্লেষণ করে বিশ্বের বিভিন্ন দেশ অনেক তথ্য পাবে।

৬০ বছরে চীন ১৬৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থায় ৬ লাখেরও বেশি সহায়তাকারী পাঠিয়েছে এবং চার কোটি ইউয়ান সাহায্য দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরহিস একে ‘বিশ্বের দারিদ্র্যবিমোচনে চীনের আরেকটি অবদান’ হিসেবে আখ্যায়িত করেছেন।

 

বিশ্বে একমাত্র চীন এত অল্প সময়ে বিপুল পরিমাণ মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে। চীনের সৃষ্টি করা দারিদ্র্যবিমোচনের দৃষ্টান্ত বিভিন্ন দেশ বিবেচনা করতে পারে, তা শিখে কাজে লাগাতে পারে, সব দেশ যৌথভাবে একটি দারিদ্র্যমুক্ত এবং যৌথ উন্নত বিশ্ব গড়ে তুলতে পারে।

 

(শুয়েই/তৌহিদ/লিলি)