বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে হল না খুলেই পরীক্ষা
2021-02-24 19:46:04

ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা আগের রুটিনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরীক্ষা চলাকালীন আবাসিক হল খোলা রাখা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে।  শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন। এর আগে চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ঐশী/সাজিদ