তিব্বতের না ছু শহরে ১ লাখ ৩৭ হাজার লোক দারিদ্র্যমুক্ত হয়েছেন
2020-11-28 15:18:11

নভেম্বর ২৮: দারিদ্র্যমুক্তির লড়াইয়ের পাঁচ বছরে তিব্বতের না ছু শহরের ৩১৯০৭টি পরিবারের এক লাখ ৩৭ হাজার ৩৩জন দারিদ্র্যমুক্ত হয়েছেন। এর মাধ্যমে স্থানীয় ১১টি জেলা সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত হয়েছে। গতকাল (শুক্রবার) না ছু শহরের দারিদ্র্যমুক্তবিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেওয়া হয়েছে।

তিব্বতের না ছু শহরের গড় উচ্চতা ৪৫০০ মিটারেরও বেশি। সেখানে প্রচণ্ড ঠান্ডা ও অক্সিজেনের স্বল্পতা রয়েছে। আবহাওয়া খারাপ হওয়ায় দারিদ্র্যমুক্তির কাজ বেশ কঠিন। বিগত পাঁচ বছরে সেখানে সার্বিকভাবে শিল্পোন্নয়ন বাড়ানো, কৃষক ও পশুপালকদের কর্মসংস্থান পরিবর্তন করা এবং অবকাঠামো পূর্ণাঙ্গ করা হয়েছে। পাঁচ বছরের মধ্যে না ছু শহরে ৪৩১টি দারিদ্র্যমুক্তি প্রকল্প চালানো হয়। এতে ৩ লাখ ৯ হাজার কৃষক ও পশু পালকের পানীয় জলের সমস্যা দূর করা হয়। ১১টি জেলায় পিচঢালা রাস্তা তৈরি হয়। ১১৬৪টি গ্রামে ফোর-জি প্লাস ব্রডব্যান্ড নেটওয়ার্ক সুবিধা দেওয়া হয়। এভাবে দারিদ্র্যমুক্তির লড়াইয়ে অনেক সাফল্য অর্জিত হয়েছে।

(লিলি/তৌহিদ/শুয়েই)