আমাদের উচিত এশিয়া-প্যাসিফিক সহযোগিতার নতুন পর্যায় শুরু করা: সি চিন পিং
2020-11-21 15:33:46

নভেম্বর ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চলতি বছরের এপেকের একটি গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে ২০২০-পরবর্তী সহযোগিতার ভবিষ্যৎ সৃষ্টি করা। তাই যৌথভাবে এশিয়া-প্যাসিফিক অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার ব্যাপারে ঐকমত্য হয়েছে। তিনি গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক)-এর ২৭তম অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে দেওয়া এক ভিডিও-ভাষণে এ কথা বলেন।  

তিনি বলেন, সকলের উচিত এশিয়া-প্যাসিফিক সহযোগিতার নতুন পর্যায় শুরু করা এবং উন্মুক্ত, সহনশীল, উদ্ভাবনীমূলক, সংযুক্ত এশিয়া-প্যাসিফিক অভিন্ন লক্ষ্যের কমিউনিটি যৌথভাবে প্রতিষ্ঠা করা। (আকাশ/আলিম/রুবি)