চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায়, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের স্বাগত নৈশভোজে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি বলেন, গত ৫ বছর ছিল ম্যাকাওয়ের ইতিহাসে অসাধারণ ৫টি বছর। বিশ্বের বড় পরিবতর্শনশীল পরিস্থিতি ও কোভিড-১৯ মহামারীর মুখে, পঞ্চম বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার, ম্যাকাও সমাজের নানা মহলকে নিয়ে সমস্যা সমাধান করেছে; অর্থনীতির সুষ্ঠু উন্নয়নকে এগিয়ে নিয়েছে; সব কাজকর্মে সার্বিকভাবে অগ্রগতি বাস্তবায়ন করেছে; এবং ম্যাকাওয়ের বৈশিষ্ট্যময় ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সাফল্য বাস্তবায়নের নতুন অধ্যায় রচনা করেছে।