২০২১ সালে চালু হওয়া চীনের পাঁচটি জাতীয় উদ্যান পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য সুরক্ষা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উদ্যানে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক উন্নতির বিস্তারিত শুনে আসি প্রতিবেদনে।
চীনের হাইনান প্রদেশে প্রথমবারের মতো একটি বিরল ও প্রায়-বিপন্ন জলচর পাখি অরিয়েন্টাল ডার্টার বা স্নেক বার্ড দেখা গেছে। ছাংচিয়াং হাইওয়েই ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্কে দেখা পাওয়া এই পাখিটি এর স্বতন্ত্র দীর্ঘ গলা ও পানির নিচে শিকার ধরার দক্ষতার জন্য পরিচিত।