Web bengali.cri.cn   
দ্যা উইন্ড রাইজেজ
  2014-04-24 15:45:38  cri

১৯৮৫ সালে মিয়াজাকি হাইয়াও, তাঁর সহযোগী isao takahata ইসাও তাকাহাতা এবং নির্মাতা toshio suzuki তোশিও সুজুকি যৌথভাবে একটি কার্টুন স্টুডিও নির্মাণ করেন। মিয়াজাকি হাইয়াও এই স্টুডিওয়ের নামকরণ করেন 'ঘিব্লি'। এই শব্দটি আরবি ভাষা থেকে উদ্ভূত। এর আসল অর্থ হলো 'সাহারা মরুভূমিতে বয়ে যাওয়া গরম বাতাস বা সাহারা মরুভূমির গরম বাতাস'। তা ছাড়া, 'ঘিব্লি' হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ইতালির বিমান বাহিনীর একটি পরিদর্শন বিমানের নাম। বিমানের প্রতি খুব আগ্রহী মিয়াজাকি হাইয়াও আশা করেন, তাঁর এই স্টুডিও জাপানে কার্টুন ঘূর্ণিবায়ু সৃষ্টি করতে সক্ষম। ২০১৫ সালে 'ঘিব্লি' স্টুডিও ৩০ বছর পা রাখবে।

মিয়াজাকি হাইয়াও এবং তাঁর দলের সদস্যদেরকে সম্মান প্রদর্শনের জন্য বৃটিশ ফিল্ম ইন্সটিটিউট দু'মাসব্যাপী বিশেষ এ প্রদর্শনীর আয়োজন করবে। এবারের প্রদর্শনীর দায়িত্বশীল ব্যক্তি Justin Johnson জাস্টিন জনসন বলেন,

'বর্তমানে অধিকাংশ কার্টুন চলচ্চিত্র, বিশেষ করে বিখ্যাত কার্টুন স্টুডিওয়ের শিল্পকর্মে ব্যাপকভাবে 'থ্রি ডি' প্রযুক্তি এবং কম্পিউটারের সাহায্যে রেখাচিত্র ও ছবি আঁকা হয়। তবে মিয়াজাকি হাইয়াও এবং তাঁর স্টুডিও এ প্রবণতার বিপরীতে হাতে আঁকা অ্যানিমেশনের ঐতিহ্যবাহী উপাদানের প্রতি মনোযোগ দেন।'

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040