Web bengali.cri.cn   
দ্যা উইন্ড রাইজেজ
  2014-04-24 15:45:38  cri



আজকের 'আলো-ছায়া' শুরু করার আগে প্রথমেই একজন শ্রোতার ইমেইল পড়ে শোনাতে চাই। ভারতের পশ্চিম বঙ্গের দেবাশীষ গোপ তাঁর ইমেইলে লিখেছেন,

সুপ্রিয় লিলি লাবণ্য দিদি, মালয়েশিয়ার সেই নিখোঁজ বিমানে আপনারও সওয়ারী হওয়ার কথা ছিলো। ভাগ্যক্রমে আপনি তাতে উঠেননি। এটা যখন শুনলাম তখন গায়ে কাঁটা দিচ্ছিলো। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমি আলোছায়া অনুষ্ঠানটি একদিনও মিস করিনা এবং ইমেইলও প্রতি সপ্তাহে করি। ২৭শে মার্চ 'ডলফিন টেল' চলচ্চিত্রে উইন্টার নামে ডলফিনের ফাঁদে আটকে পড়ে লেজ খোয়ানো, অনমনীয় জীবনী শক্তি, কৃত্রিম লেজ cma বসবাস করা ইত্যাদির কথা শুনে অন্য এক অনুভূতি প্রাণে জাগলো। পরিশেষে বলি, জীবজন্তু নিয়ে চলচ্চিত্র আমি এমনিতেই ভালোবাসি আর সেটা যদি ডলফিনের মতো অমায়িক প্রাণী হয় তাহলে তা তো সোনায় সোহাগা। সুন্দর ভাবে আজকের অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

প্রিয় বন্ধু দেবাশীষ গোপ, ইমেইল পাঠানোর জন্য প্রথমেই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই। মালয়েশিয়ার সেই নিখোঁজ বিমান এখনও খুঁজে পাওয়া যায়নি, এই খবর খুবই দুঃখজনক এবং বেদনার। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব বিমানটি নিখোঁজ হবার কারণ উদ্ঘাটিত হবে। বিমানের নিখোঁজ যাত্রীদের আত্মা শান্তি পাক এই প্রার্থনা করি। তাদের আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা জানাই এবং যত দ্রুত সম্ভব এই শোক তারা কাটিয়ে উঠবেন এই কামনা করি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবার তাহলে ফিরে যাবো আজকের মূল অনুষ্ঠানে।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040