Web bengali.cri.cn   
দ্যা উইন্ড রাইজেজ
  2014-04-24 15:45:38  cri

জাপানের বিখ্যাত অ্যানিমেশন মাস্টার miyazaki hayao মিয়াজাকি হাইয়াওয়ের শেষের দিকের শিল্পকর্ম 'the wind rises' 'দ্যা উইন্ড রাইজেজ' চলতি (এপ্রিল) মাসে বৃটেনে প্রদর্শিত হয়।

এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজক British Film Instituteবৃটিশ ফিল্ম ইন্সটিটিউটের সূত্র থেকে জানা গেছে, প্রদর্শনীর সময়সীমা খুব সীমিত বলে এ চলচ্চিত্রের টিকিট এক মাস আগেই বিক্রি শেষ হয়ে যায় । তবে বৃটিশ অনুরাগীদের পুষিয়ে নেওয়ার জন্য ফিল্ম ইন্সটিটিউট দু'মাসব্যাপী এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করবে। প্রদর্শনী চলাকালে ghibli 'ঘিব্লি' স্টুডিওয়ের বেশ কয়েকটি কার্টুন শিল্প প্রদর্শিত হবে। আজকের অনুষ্ঠানে এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনুন।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে সঙ্গীত শুনছেন, 'ঘিব্লি' স্টুডিও সম্পর্কে যাদের কিছু জানাশোনা আছে, তারা অবশ্যই এই সঙ্গীতের সঙ্গে সুপরিচিত।

হ্যাঁ, এই সঙ্গীতটি নেওয়া হয়েছে 'ঘিব্লি' স্টুডিওয়ের ক্লাসিক্যাল শিল্পকর্ম 'My Neighbor Totoro 'মাই নেইবার তোতোরো' থেকে। ১৯৮৮ সালে নির্মিত এই কার্টুন সিনেমা দেখে দর্শকরা আজ অবধি অনেক মজা পান। আর এসব দর্শকদের মধ্যে অধিকাংশই হচ্ছেন সাদা চুলের বৃদ্ধ-বৃদ্ধারা।

৬৩ বছর বয়সী (Bryan barford) ব্রায়ান বারফোড নামের একজন দর্শক বলেন, 'মাই নেইবার তোতোরো' হচ্ছে তাঁর প্রিয় সিনেমা এবং যত বার তিনি দেখবেন তারপরও তিনি ক্লান্তি বোধ করবেন না।'ঘিব্লি' স্টুডিওয়ের শিল্পকর্ম সম্পর্কে তিনি এমনভাবে সারসংকলন করে বলেন,

'ঘিব্লি স্টুডিওয়ের শিল্পকর্ম কল্পনাশক্তি সমৃদ্ধ এবং গল্প বলার পদ্ধতি বিশেষ ধরনের । চলচ্চিত্রে কোনো কোনো চরিত্র অনেক মজাদার। ফলে দর্শকরা খুব সহজেই দ্রুততার সাথে চলচ্চিত্রের চরিত্র ও কাহিনীর প্রতি অনুরণন সৃষ্টি করতে সক্ষম।'

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040