Web bengali.cri.cn   
পণ্য সরবরাহ স্থিতিশীল রাখতে বাংলাদেশের উদ্যোগ
  2013-03-13 10:32:40  cri

মার্চ ১৩: বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সাম্প্রতিক একটার পর একটা হরতালে পণ্য পরিবহণ গুরুতরভাবে বাধাগ্রস্ত হচ্ছে – ব্যবসায়ীদের এমন অভিযোগের প্রেক্ষাপটে এ উদ্যোগ নিল বাণিজ্য মন্ত্রণালয়।

দেশের অভ্যন্তরে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহণে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বলে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে – একথা উল্লেখ করে চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়, এর ফলে এসব পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে ভোক্তাদের দূর্ভোগ বাড়াতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, সকল বিভাগীয় কমিশনার ও বিভিন্ন বন্দর কর্তৃপক্ষকেও একই চিঠি পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে।

চিঠিতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। (এসআর)

মন্তব্য
লিঙ্ক