Web bengali.cri.cn   
চীনের 'থোং শেং থোং সি' নাটকের গ্রুপের 'প্লেব্যাক থিয়েটার'
  2015-06-18 18:48:51  cri

আসলে কুয়াং চৌ শহরে 'প্লেব্যাক থিয়েটার' সম্পর্কিত ধারণা খুব বেশিদিনের নয়। প্রায় দশ বছর আগে সেখানে এই ফর্মটি চালু হয়, তাই এখনও এ ফর্মটি অনেকের কাছে তেমন সুপরিচিত নয়। এ বিষয়ে থোং শেং থোং সি নাটকের গ্রুপের দলনেতা ছুন হুই হাসিমাখা মুখে বলেন,'এখনও অনেকে আমাকে জিজ্ঞাস করেন যে, আমরা কি অভিনয় করি নাকি চলচ্চিত্র শুটিং করি?।'

প্লেব্যাক থিয়েটারকে জনপ্রিয় করে তোলার জন্য ছুন হুই তা ছোট মঞ্চ থেকে বড় মঞ্চে নিয়ে আসার চেষ্টা করছেন।গত পাঁচ বছরে তিনি এবং তার নাটকের গ্রুপ কেবলমাত্র কমিউনিটিতে প্লেব্যাক থিয়েটার পরিবেশন করা ছাড়াও চোং শান লাইব্রেরি, সিং হাই সঙ্গীত হলসহ বিভিন্ন জায়গায় তা পরিবেশন করেন। আর দর্শকের সংখ্যাও আগের ডজনখানেক থেকে বেড়ে এখন প্রায় কয়েকশ' জনে দাঁড়িয়েছে। ছুন হুই মনে করেন, বড় বড় মঞ্চে 'প্লেব্যাক থিয়েটার' আরো বেশি লোককে মুগ্ধ করতে পারে। এই থিয়েটার ফর্মটি কমিউনিটির প্রতিনিধিত্ব করে গোটা সমাজের সঙ্গে সংলাপ করতে সক্ষম।

সর্বপ্রথম থোং শেং থোং সি নাটকের গ্রুপ থিয়েটারের শক্তির ওপর নির্ভর করে গণ-কল্যাণমূলক কাজের প্রতি মনোযোগ দেয়। এই গ্রুপ কুয়াং চৌ শহরের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী, ক্যান্সারে আক্রান্ত রোগী এবং গ্রামীণ শ্রমিকদের জন্য বিভিন্ন নাটক পরিবেশন করে। এ গ্রুপের সদস্যদের অভিনয়ের মধ্য দিয়ে বিভিন্ন মহল, বিশেষ করে সমাজের নিম্ন পর্যায়ের মানুষের দৈনন্দিন জীবন জনগণের চোখের সামনে তুলে ধরা হয়।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040