Web bengali.cri.cn   
চীনের 'থোং শেং থোং সি' নাটকের গ্রুপের 'প্লেব্যাক থিয়েটার'
  2015-06-18 18:48:51  cri

দু'টি সাপ্তাহিক ছুটিতে প্রশিক্ষণের পর সদস্যরা প্রাথমিকভাবে প্লেকব্যাক থিয়েটারের অভিনয়ের পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। তারা অপেশাদার অভিনেতা-অভিনেত্রী হলেও নিজের গল্প শেয়ার করার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই একে অপরের সঙ্গে সংলাপ করার সুন্দর পরিবেশ উপলব্ধি করতে পারেন।

প্লেব্যাক থিয়েটারের স্টেজ সেটিং অত্যন্ত সাদামাটা ও সহজ। থোং শেং থোং সি নাটকের দলের সেই দিনের সেই থিয়েটারে মঞ্চে কেবল কয়েকটি চেয়ার এবং ছোট ডিম্বাকৃতি বাঁশি জাতীয় যন্ত্র-ওকারিনা ও চারটি তারবিশিষ্ট ছোট হাওয়াই গিটার-উকুলেলেসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়।

আসলে প্লেব্যাক থিয়েটারে যারা একটা পূর্ণাঙ্গ অভিনয়ে অংশ নেন তাদের মধ্যে গল্প শেয়ার করা দর্শক ছাড়াও আরো আছেন মঞ্চের অভিনেতা-অভিনেত্রী, সুরকার এবং নির্দেশক, যিনি দর্শকদের প্রশ্ন করা ও অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের বিষয়ে নির্দেশনা দেন।

ইম্প্রোভাইজেশনাল অভিনয় হিসেবে প্লেব্যাক থিয়েটারে কোনো স্ক্রিপ্ট থাকেনা। এখানে ঠিক পরের মুহূর্তে কি ঘটবে তা বলা যায়না। সবকিছুই নির্ভর করে তাত্ক্ষণিকভাবে সৃষ্ট প্রদত্ত পরিস্থিতির উপর ।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040