Web bengali.cri.cn   
চীনের 'থোং শেং থোং সি' নাটকের গ্রুপের 'প্লেব্যাক থিয়েটার'
  2015-06-18 18:48:51  cri

'প্লেব্যাক থিয়েটারের' ধারণা হলো প্রত্যেকের গল্প শোনা ও সেসব গল্পের প্রতি সম্মান প্রদর্শন করা । থোং শেং থোং সি নাটকের গ্রুপের দলনেতা ছুন হুই বলেন, তিনি জুনিয়রদের জন্য বৈচিত্র্যময় কোর্স তৈরি করেন। যেমন, প্লেব্যাক থিয়েটারের তত্ত্ব, অভিনয়ের কৌশল ও পদ্ধতি প্রভৃতি।

সংবাদদাতা দেখেন, সেই দিনের সেই বিকেলে একটানা চার-ঘণ্টা প্রশিক্ষণ চলে এবং অংশগ্রহণকারীরা গভীর আবেগ ও ভালোবাসা নিয়ে ক্লান্তিহীনভাবে কাজ করে চলেন।

'ভিন গ্রহের মানুষের সম্মেলন' নামে অবাস্তব এক দৃশ্যে অংশগ্রহণকারী সদস্যরা ভিন গ্রহের মানুষের চরিত্রে নিজেদের খাপখাওয়ানোর চেষ্টা করেন এবং তাদের ভাষা দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ বা বিনিময় করা শুরু করেন। অনুশীলন শুরুর প্রথমদিকে অংশগ্রহণকারী সদস্যরা এ ভাষা বুঝতে পারেন না এবং এর ফলে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ তৈরি করতে ব্যর্থ হন। তবে দশ মিনিট পর তাদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে এবং তারা পরস্পরকে বুঝতে চেষ্টা করেন। এক সদস্য দর্শক হিসেবে নিজের শৈশবের একটি গল্প সবার সঙ্গে শেয়ার করেন। তারপর অভিনেতা-অভিনেত্রীরা তার এই গল্প নিয়ে অভিনয় করেন। তার ওই কাহিনী দর্শকদের মধ্যে ভীষণ আবেগ তৈরি করে এবং তারা চাপা কণ্ঠে কান্না করতে থাকেন।

নাটকের গ্রুপটির দলনেতা ছুন হুই সংবাদদাতাকে বলেন, যারা প্লেব্যাক থিয়েটারে আসেন তারাই হচ্ছেন সত্যিকারভাবে নাটকের প্রতি আগ্রহী সাধারণ মানুষ। ফেই ইউ নামের একজন আইনজীবী বলেন, 'দৈহিক অভিব্যক্তি সম্পর্কিত কোর্সের প্রতি আমার আগ্রহ বেশি। এখানকার পরিবেশ আমি খুব পছন্দ করি।'

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040