Web bengali.cri.cn   
চীনের 'থোং শেং থোং সি' নাটকের গ্রুপের 'প্লেব্যাক থিয়েটার'
  2015-06-18 18:48:51  cri

ছুন হুই দর্শকদের শেয়ার করা গল্পকে একটি বলের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, 'প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভিন গ্রহের মানুষের ভাষা চর্চা করার লক্ষ্য হলো আমাদের মাথার নিয়ন্ত্রণের সুইচ বন্ধ করা। এক্ষেত্রে কেউ তা করতে চান, কেউ তা চান না, আবার কেউ ভয় পান, আবার কেউ পান না, যেটাই হোক না কেন এখানে তাদের অন্যদের পাস করা বল ধরতেই হবে। কারণ এখানে সবকিছুই তাত্ক্ষণিকভাবে করতে হবে'।

২০০৯ সালে ছুন হুই 'থোং শেং থোং সি' নাটকের গ্রুপটি প্রতিষ্ঠা করেন। চীনা ভাষায় শেং মানে কণ্ঠ, কণ্ঠ দেওয়া, সি মানে নাটক বা খেলা করা। 'থোং শেং থোং সি' মানে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া, এক অপরের জন্য অভিনয় করা এবং খেলা করা।

লি: বর্তমানে 'থোং শেং থোং সি' নাটকের গ্রুপে ১৫ জন সক্রিয় সদস্য আছেন। তারা প্রধানত কমিউনিটি, শিক্ষা, এনজিও ও স্বেচ্ছাসেবক দলে সেবামূলক কাজ করেন।

নিয়মিত অভিনয় ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে 'প্লেব্যাক থিয়েটার' সম্পর্কিত কুয়াং চৌ শহরের একটি সক্রিয় নাটকের গ্রুপ হলো এই থোং শেং থোং সি নাটকের গ্রুপ ।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040