Web bengali.cri.cn   
চীনের 'থোং শেং থোং সি' নাটকের গ্রুপের 'প্লেব্যাক থিয়েটার'
  2015-06-18 18:48:51  cri



অত্যন্ত সুন্দর, পরিপাটি ও সাজানো গোছানো ছোট্ট একটি স্টুডিও থিয়েটার হলে কেউ কেউ হাততালি দিচ্ছেন, কেউ কেউ চিত্কার করছেন, আবার কেউ কেউ অট্টহাসিতে ফেটে পড়ছেন। এটি হলো চীনের কুয়াং চৌ 'থোং শেং থোং সি' নাটকের গ্রুপের স্টুডিও থিয়েটার হল।

সাপ্তাহিক ছুটিতে ১৪ জন সদস্য প্রশিক্ষণ নেওয়ার জন্য এই স্টুডিওতে এসেছেন। তাদের মধ্যে সামাজিক কর্মী আছেন, আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, আছেন আইনজীবী ও শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারাও।

৫০ বর্গমিটারের প্রশিক্ষণ রুমের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন থোং শেং থোং সি নাটকের গ্রুপের দলনেতা ছুন হুই। শিক্ষক হিসেবে এই সাপ্তাহিক ছুটি এবং পরের সাপ্তাহিক ছুটিতে তিনি ১৪ জন সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

দু'টি সাপ্তাহিক ছুটির প্রশিক্ষণের পর সদস্যরা 'প্লেব্যাক থিয়েটার' সম্পর্কিত সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করে প্রশংসাপত্র লাভ করবেন। তারপর এই প্রশংসাপত্র নিয়ে তারা উচ্চপর্যায়ের প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন।

অধিকাংশ চীনাদের কাছে 'প্লেব্যাক থিয়েটার' ফর্মটি তেমন সুপরিচিত নয়। আসলে প্লেব্যাক থিয়েটার হলো ইম্প্রোভাইজেশনাল থিয়েটারের অরিজিনাল ফর্ম বা আসল রূপ যেখানে দর্শক বা অভিনেতারা নিজেদের জীবনের গল্প বলেন এবং মঞ্চে তার অভিনয় দেখেন। নাটকের এই ফর্মটিতে অভিনেতারা শারীরিক ভঙ্গি ও সঙ্গীতের মাধ্যমে দর্শকদের কাছে অত্যন্ত চমত্কারভাবে গল্প তুলে ধরেন।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040