Web bengali.cri.cn   
চীনের প্রথম অন্ধদের সিনেমা হল 'সিনমু' হলের প্রতিষ্ঠাতা ওয়াং উই লি'র গল্প
  2015-05-07 19:46:37  cri

তাই আরো বেশি অন্ধদের সেবা দেওয়ার জন্য ২০০৫ সালে চীনের প্রথম অন্ধদের সিনেমা হল 'সিনমু' সিনেমা হল প্রতিষ্ঠা করেন তিনি।

দিন দিন 'সিনমু' সিনেমা হল বিখ্যাত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে ওয়াং উই লি'র ওপর দৃষ্টি রাখতে শুরু করে তথ্যমাধ্যম। এসময় ওয়াং উই লি এবং তাঁর 'সিনমু' সিনেমা হল সম্পর্কিত প্রবন্ধে 'ভালো মানুষ' 'দয়াবান'সহ এমন ধরনের নানান শব্দ ব্যবহৃত হতে থাকে।

তবে কখনই এসব প্রশংসার দিকে দৃষ্টিপাত করেন নি ওয়াং উই লি। তাঁর উদ্দেশে হলো কিভাবে অন্ধদেরকে সাহায্য করা সম্পর্কিত বিষয়টি আরো ভালোভাবে উন্নত করা যায় এবং কিভাবে এটিকে পেশাদার একটি পর্যায়ে নিয়ে যাওয়া যায়।

যারা 'সিনমু' সিনেমা হলে আসতে পারেন না তারা যেন বাসায় বসে এসব চলচ্চিত্র দেখতে পারেন সেজন্য তিনি অন্য একটি পন্থা অবলম্বন করেন। তিনি জাপান ও মার্কিন নাগরিকদের কাছ থেকে 'চলচ্চিত্র ব্যাখ্যার ডিভিডি' তৈরি করেন। যদিও লাইভ ব্যাখ্যার চেয়ে ডিভিডি সংস্করণ একটু ভিন্ন তারপরও অন্ধদের জন্য এ উদ্যোগ নেন ওয়াং উই লি।চলচ্চিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে গভীর বিবেচনাসম্পন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন তিনি। সেই সঙ্গে ভালো একটি চলচ্চিত্রকে অবশ্যই তাত্পর্যপূর্ণ হতে হবে বলে মনে করেন তিনি । (লিলি/টুটুল)


1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040