Web bengali.cri.cn   
চীনের প্রথম অন্ধদের সিনেমা হল 'সিনমু' হলের প্রতিষ্ঠাতা ওয়াং উই লি'র গল্প
  2015-05-07 19:46:37  cri



পেইচিংয়ের কুলৌ এলাকার পশ্চিম দিককার রাস্তায় সিহোইয়ান অর্থাত্ খোলা প্রাঙ্গণ বেষ্টিত একটি বাড়ি অবস্থিত।এই বাড়িটিতে রয়েছে একটি বিশেষ সিনেমা হল; নাম 'সিনমু' সিনেমা হল। চীনা ভাষায় 'সিনমু' অর্থ মনের চোখ। ওয়াং উই লি নামের এক ব্যক্তি এই সিনেমা হলটি প্রতিষ্ঠা করেন।।

দশ বছর আগে প্রতি শনিবার সকালে ২০ বা ৩০ বর্গমিটারের একটি ছোট রুমে অর্থাত্ 'সিনমু' সিনেমা হলে অন্ধ মানুষদের জন্য একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রটি প্রদর্শনের সময় নানান ধরনের শব্দ দিয়ে তা ব্যাখ্যা করেন ওয়াং উই লি।২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত 'সিনমু' সিনেমা হলে অন্ধদের জন্য মোট ৪৯৩টি চলচ্চিত্র প্রদর্শন ও ব্যাখ্যা করা হয়।

'আমার এই সিনেমা হলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো অডিও সরঞ্জাম।' হলের চার কোণে অবস্থিত বিশেষ বক্সের কথা উল্লেখ করে এভাবেই সংবাদদাতাকে বলেন ওয়াং উই লি। কয়েক বছর আগে ৩০ হাজার ইউয়ান রেনমিনপি মূল্যের এই অডিও সরঞ্জাম কেনা হয়। নতুন এই অডিও সরঞ্জাম থেকেই প্রচারিত হয় সিনেমার সাউন্ড। দরজার একটি স্তম্ভে একটি পুরোনো বক্স লাগানো হয়। চলচ্চিত্র ব্যাখ্যা করার সাউন্ড এখান থেকে বেরিয়ে আসে। আর এভাবেই অন্ধ মানুষেরা আরো ভালোভাবে এবং স্পষ্টভাবে চলচ্চিত্র শুনতে পারেন।

'সিনমু' সিনেমা হলের এক দল নিয়মিত শ্রোতা আছেন। প্রতি সপ্তাহের শনিবার ভোরে তাঁরা বাসা থেকে বেরিয়ে পড়েন। উদ্দেশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সিনেমা হলে পৌঁছানো। একটি চলচ্চিত্র শুনতে পাবার জন্য তাঁরা সকাল ৯টার আগেই 'সিনমু' সিনেমা হলে পৌঁছান।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040