Web bengali.cri.cn   
চীনের প্রথম অন্ধদের সিনেমা হল 'সিনমু' হলের প্রতিষ্ঠাতা ওয়াং উই লি'র গল্প
  2015-05-07 19:46:37  cri

একটা চলচ্চিত্র দেখার সময় আমরা দেখি যে, চলচ্চিত্রে অনেক শব্দ ও সঙ্গীত রয়েছে, পাশাপাশি বিভিন্ন অভিব্যক্তি প্রকাশের জন্য চরিত্ররা সূক্ষ্ম শারীরিক ভাষাও প্রকাশ করেন। যখন অন্ধ মানুষেরা শব্দের সঙ্গে দৃশ্যের সংমিশ্রণ ঘটাতে পারেন না, তখন এসব গুরুত্বপূর্ণ শব্দ প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এই অবস্থায় ওয়াং উই লি'র একটি গুরুত্বপূর্ণ কাজ হলো দৃশ্য বর্ণনা করার মাধ্যমে চমত্কারভাবে অন্ধ মানুষের কানে প্রতিবন্ধকতাসৃষ্টিকারী শব্দগুলোকে পরিবর্তন করা ।

সাম্প্রতিক বছরগুলোতে অন্ধ মানুষের জগত আরো ভালোভাবে অনুধাবন করার জন্য ওয়াং উই লি নিজের স্ত্রীকে একজন অন্ধ মানুষের চরিত্রে ভান করান। তিনি স্ত্রীকে একটি চলচ্চিত্র ব্যাখ্যা করেন। মাঝেমাঝে তিনি একজন অন্ধ মানুষের ভান করে চোখ বন্ধ করে স্ত্রীর হাত ধরে রাস্তায় হাঁটাহাঁটি করেন এবং অন্ধ মানুষের জগতকে গভীরভাবে অনুভব করার চেষ্টা করেন।

বিভিন্ন বাস্তব পরীক্ষামূলক পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে ধীরে ধীরে চলচ্চিত্র ব্যাখ্যা করার প্রক্রিয়ায় অনেক অভিজ্ঞতা অর্জন করেন ওয়াং উই লি। তিনি বুঝতে পারেন, অন্ধদের জন্য চলচ্চিত্র ব্যাখ্যা করার প্রক্রিয়া আসলে 'ইন্দ্রিয় পরিবর্তন' করার একটি প্রক্রিয়ার মতো। যেমন, চলচ্চিত্র ব্যাখ্যা করার সময় 'মেঘ' শুধু মেঘ নয়, বরং 'কার্পাসের মতো মেঘ', হাতে ধরা ব্যাগ যেন 'বালিশের' মতো ইত্যাদি ইত্যাদি।

দশ বছরের মধ্যে ওয়াং উই লি তাঁর সৃষ্ট চলচ্চিত্র ব্যাখ্যা করার পদ্ধতি নিয়ে একটি সারসংকলন বের করেন। সাধারণ মানুষ তাঁর এই পদ্ধতিতে সহজে ও প্রাণবন্তভাবে অন্ধদের কাছে চলচ্চিত্র ব্যাখ্যা করতে পারবেন। এটাই হলো ওয়াং উই লি'র আশা।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040