Web bengali.cri.cn   
চীনের প্রথম অন্ধদের সিনেমা হল 'সিনমু' হলের প্রতিষ্ঠাতা ওয়াং উই লি'র গল্প
  2015-05-07 19:46:37  cri

সাধারণত চলচ্চিত্র ব্যাখ্যা করার সময় প্রথমেই চলচ্চিত্রটির মূল বক্তব্যের সঙ্গে শ্রোতাদেরকে পরিচয় করে দেন ওয়াং উই লি। এরপর আবহসঙ্গীতের সঙ্গে সঙ্গে তিনি চলচ্চিত্রের প্রধান চরিত্র, অন্যান্য চরিত্রের সঙ্গে তার সম্পর্ক ও পুরো ঘটনার সঙ্গে অন্ধ শ্রোতাদেরকে পরিচয় করিয়ে দেন।

চলচ্চিত্র শুরু হওয়ার পর তিনি আবেগ ও ছন্দময় কণ্ঠস্বর দিয়ে প্রতিটি দৃশ্য এবং দৃশ্যের পরিবর্তন ব্যাখ্যা করেন। একেবারে চলচ্চিত্রের শেষ পর্যন্ত তিনি তা ব্যাখ্যা করতে থাকেন। কোনো বিশ্রাম, বিরতি ছাড়াই পুরো চলচ্চিত্রটি ব্যাখ্যা করেন। তারপর চলচ্চিত্রের পরিসমাপ্তিতে শেষ গানটির সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করেন ওয়াং উই লি।

ওয়াং উই লি বলেন, চলচ্চিত্র নিয়ে বলা একটি প্রযুক্তিগত ব্যাপার। প্রতিবার একটি চলচ্চিত্র নিয়ে ব্যাখ্যা করার আগে তিনি কমপক্ষে তিন তিনবার সেই চলচ্চিত্রটি দেখেন। দেখার সঙ্গে সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য অনেক শব্দ লেখেন তিনি। তারপর তা কয়েকবার যাচাই করেন এবং পরীক্ষামূলকভাবে ব্যাখ্যা করেন।সব প্রস্তুতি শেষ করে অবশেষে আনুষ্ঠানিকভাবে দর্শকদের কাছে সেই চলচ্চিত্র ব্যাখ্যা করেন।

নিয়তির নির্মম পরিহাসে এই বিশ্বের অপরূপ সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত অন্ধ মানুষেরা। তারা উপভোগ করতে পারেন না চারপাশের বিচিত্র প্রকৃতি, উপভোগ করতে পারেন না সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। শুধু শ্রবণশক্তির মাধ্যমে যতটা সম্ভব ততটাই তারা অনুধাবন করতে পারেন। বলতে পারি, সবকিছু বোঝার ক্ষেত্রে, উপলব্ধির ক্ষেত্রে শ্রবণশক্তিই হলো অন্ধদের একমাত্র অবলম্বন। কিন্তু তাই বলে তাঁরা পিছিয়ে নেই, তাঁরাও শ্রবণশক্তির মাধ্যমে এগিয়ে চলেছেন সামনের দিকে ।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040