Web bengali.cri.cn   
চীনের প্রথম অন্ধদের সিনেমা হল 'সিনমু' হলের প্রতিষ্ঠাতা ওয়াং উই লি'র গল্প
  2015-05-07 19:46:37  cri

আগে ওয়াং উই লি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। 'সিনমু' সিনেমা হল নির্মাণের আগে তিনি স্ত্রীর সঙ্গে প্রতিবন্ধীদের সম্পর্কিত একটি টেলিভিশন অনুষ্ঠান তৈরি করেন। ওয়াং উই লি'র স্ত্রীর এক সহপাঠীর দু'টি পা নেই। তিনি দুই হাত দিয়ে হাঁটেন এবং এভাবে নিজের লেখাপড়াও সম্পন্ন করেন।

২০০০ সালের প্রথম দিকে ওয়াং উই লি এবং তাঁর স্ত্রী শক্তিশালী এই প্রতিবন্ধী বন্ধুর গল্প প্রচার করার সিদ্ধান্ত নেন। ওয়াং উই লি বলেন, ২০০০ সালের দিকে টেলিভিশন অনুষ্ঠানের কোনো ক্যাপশন ছিলো না। তিনি নিজের টিভি অনুষ্ঠানে বড় বড় অক্ষরের ক্যাপশন ব্যবহার করেন। এতে বাকশক্তিহীন লোকেরা ভালোভাবে তাঁর অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

তবে প্রতিটি অনুষ্ঠানের জন্য প্রায় ৩০ হাজার ইউয়ান ফি প্রদান করতে হয় ওয়াং উই লিকে, যা তাঁর জন্য বহন করা ছিলো অসম্ভব। এ কারণে এক বছর পরই টেলিভিশন অনুষ্ঠান তৈরি করা বন্ধ করেন তিনি।

ওয়াং উই লি বলেন, তাঁর একজন প্রতিবন্ধী বোন আছেন। হয়তো এ কারণেই প্রতিবন্ধীদের প্রতি তাঁর সমবেদনা ও ভালোবাসা অন্য মানুষের চেয়ে আরো বেশি, আরো শক্তিশালী। টেলিভিশন অনুষ্ঠান ছেড়ে দেওয়ার পর তিনি ভাবতে শুরু করেন যে, তিনি বেতার অনুষ্ঠান তৈরি করতে পারেন, কারণ টেলিভিশন অনুষ্ঠান তৈরির খরচের চেয়ে বেতার অনুষ্ঠান তৈরির খরচ বেশ কম।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040