|
দ্বিতীয় দিন তারা কাছাকাছি একটি মহকুমায় আসেন। সেখানে অবশেষে তারা হোসের পরিবারের একজন সদস্যকে খুঁজে পান। তার কাছ থেকে তারা জানতে পারেন যে, হোসের বাবা তার মাকে খুঁজে বের করার জন্য বাড়ি ছেড়েছেন। হোসে বাবার বাড়িতে থাকে এবং দোরা রিও ডি জেনেইরোয় ফিরে যাওয়ার বাসে ওঠেন।
বিদায়ের সময় দোরা তার জন্য হোসের কেনা ঘাগরা পরেন এবং লিপস্টিক লাগান। বিদায়ের সময় দোরা ও হোসে দু'জনই ভীষণ কষ্ট পান। তবে তাদের দু'জনের গ্রুপ ছবি তাদের মনকে সান্ত্বনা দেয়।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন সেখানে এই দৃশ্য দেখানো হয়েছে।
'কেন্দ্রীয় স্টেশন' শীর্ষক চলচ্চিত্রে পরিচালক ব্রাজিলে লাখ লাখ মানুষের বাড়িঘর ও আত্মীয়স্বজনদেরকে ছেড়ে অন্য জায়গায় বাস করার বাস্তব অবস্থা তুলে ধরেছেন। দোরা ও হোসের মধ্যে মা ও শিশুর মতো অনুভূতিও সূক্ষ্ম ও হৃদয়ছোঁয়া।
এ চলচ্চিত্রে দেখা যায়, দক্ষিণ আমেরিকার বিশাল ভূখণ্ড চলচ্চিত্রের পটভূমিতে অনবরত পরিবর্তিত হচ্ছে। গোলযোগপূর্ণ শহর ও গ্রাম দর্শকদের চোখে আবছা হয়ে যাচ্ছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |