Web bengali.cri.cn   
সেন্ট্রাল স্টেশন
  2012-08-30 09:31:06  cri

মা মারা যাওয়ার পর হোসে একা হয়ে যায়। এখন যে একমাত্র লোক তার পরিচিত তিনি হলেন দোরা। দোরা হোসেকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু তখনও হোসে জানে না, আসলে দোরা ইতোমধ্যেই তাকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন।

হোসেকে বিক্রির মাধ্যমে পাওয়া টাকা দিয়ে কেনা নতুন টিভি দেখতে দেখতে রাতে দোরা শুয়ে পড়েন। কিন্তু ধর্মবুদ্ধির নিন্দার কারণে তিনি শান্তিতে ঘুমোতে পারেন না।

প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন সেখানে দোরার মনের অবস্থা তুলে ধরা হয়েছে।

অবশেষে দোরা হোসেকে ব্যবসায়ীদের হাত থেকে উদ্ধার করেন। মাতৃত্ব-জাগানো শক্তিতে দোরা হোসেকে প্রতিশ্রুতি দেন তার বাবাকে খুঁজে বের করে দেওয়ার।

প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন সেখানে তাদের দু'জনের দূরপাল্লার বাসে ওঠার দৃশ্য দেখানো হয়েছে।

হোসের বাবাকে খুঁজে বের করতে বেরিয়ে প্রথম থেকেই তাদের দু'জনের ঝগড়া চলতে থাকে। দোরা নিন্দা করে বলেন যে, হোসে একজন বিরক্তিকর খারাপ ছেলে। হোসে পাল্টা জবাব দিয়ে বলে, দোরা লিপস্টিক না লাগানো একজন কুশ্রী নারী।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040