|
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন সেখানে দোরা ও তার প্রতিবেশীর চিঠিগুলো খোলার দৃশ্য দেখানো হয়েছে।
একদিন আনা নামের একজন মহিলা তার ১০ বছর বয়সী ছেলে হোসেকে নিয়ে একটা চিঠি লেখানোর জন্য দোরার কাছে আসেন। কারণ হোসে তার বাবাকে দেখতে উদগ্রীব। জন্ম থেকে সে বাবাকে দেখে নি।
দ্বিতীয় দিন আনা আবার হোসেকে নিয়ে কেন্দ্রীয় স্টেশনে আসেন। তিনি হোসের বাবাকে দিতে চাওয়া দ্বিতীয় চিঠির প্রধান বিষয় বলেন দোরাকে। দ্বিতীয় চিঠিতে আনা তার মনের কথা হোসের বাবাকে বলেন। "আসলে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাদের কাছে ফিরে এসো। আমি তোমার সঙ্গে আর ঝগড়া করবো না।"
আন্না যখন কেন্দ্রীয় স্টেশন থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আন্না মারা যান।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে সেই দুর্ঘটনার দৃশ্য দেখানো হয়েছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |