ইউক্রেন সংকট সমাধানে আবারও কূটনৈতিক তত্পরতা চালাবে চীন
2024-07-26 17:16:41

জুলাই ২৬: ইউক্রেন সংকট সমাধানে আবারও কূটনৈতিক তত্পতার চালানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের সরকার। এ সিদ্ধান্তের আওতায়, সরকারের ইউরেশিয়ানবিষয়ক বিশেষ প্রতিনিধি লি হুই, আগামী ২৮ জুলাই থেকে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়া সফর শুরুর মাধ্যমে, ইউক্রেন সংকট সমাধানে চতুর্থ দফা রাজনৈতিক তত্পরতা চালাবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ইউক্রেন সংকট চলছে আড়াই বছর ধরে। সেখানে শান্তি-আলোচনা শুরুর সম্ভাবনা এখনও অনিশ্চিত। বরং, সংঘাত আরও বিস্তৃত হবার আশঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক সমাজ, বিশেষত ‘গ্লোবাল সাউথ’ এ নিয়ে উদ্বিগ্ন।

মাও নিং বলেন, জাতিসংঘের একটি স্থায়ী সদস্যদেশ এবং একটি দায়িত্বশীল বড় রাষ্ট্র হিসেবে, চীন সর্বদা সংকটের রাজনৈতিক নিষ্পত্তির পক্ষে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)