আগস্ট ২৩, সিএমজি বাংলা ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। ফিলিস্তিনি ছিটমহলে যুদ্ধবিরতি অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার এই বিবৃতি দেন ফু ছোং। ফু বলেন নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৭৩৫ গৃহীত হওয়ার পর দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, তবুও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে, যার ফলে প্রতিদিন মর্মান্তিক প্রাণহানি ঘটছে। তিনি আরও বলেন, ইসরায়েল একের পর এক উসকানিমূলক এবং বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই অনিশ্চিত পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলে সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, মানবিক ইস্যু নিয়ে রাজনীতি করা যাবে না; ক্ষুধা ও বেসামরিক নাগরিকদের জানমালকে দরকষাকষির উপাদানে পরিণত করা চলবে না। ফু বলেন, ইসরায়েলের উচিত, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, বিভিন্ন সীমান্ত ক্রসিং খুলে দেওয়া; গাজায় মানবিক ত্রাণের দ্রুত ও বাধাহীন প্রবেশ নিশ্চিত করা; এবং জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা ও হামলা বন্ধ করা।
ফু জোর দিয়ে বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দুই রাষ্ট্র প্রস্তাব মেনে নেয়ার মাধ্যমেই শুধুমাত্র ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধান করা সম্ভব।
শান্তা/ফয়সল