গ্রীষ্মেও আকর্ষণীয় হারবিন
2024-08-23 18:53:11

আগস্ট ২৩, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিন সিটির নাম অনেকেই জানেন বরফ-নগরী হিসেবে। শীতকালে এখানে বরফের তৈরি নান্দনিক ভাস্কর্য প্রদর্শিত হয়। এখানে চলে তুষার-বরফ উৎসব। তবে হারবিন শুধু শীতকালেই পর্যটকদের প্রিয় গন্তব্য নয়, গ্রীষ্মকালে এর রয়েছে ভিন্ন আকর্ষণ। হারবিনের থাইইয়াংতাও ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্ক এখন পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। থাই ইয়াং তাও মানে হচ্ছে সূর্যদ্বীপ। বিদেশিদের কাছে এটি সান আইল্যান্ড নামে পরিচিত।

সান আইল্যান্ড সিনিক স্পটে জলাভূমি পার্ক স্থাপনের মাধ্যমে এখানকার জীববৈচিত্র্য রক্ষারও ব্যবস্থা করা হয়েছে। এই সিনিক পার্কের আয়তন ১০ হাজার হেকটরের বেশি। এর ৭০ শতাংশ জলাভূমি। এই জলাভূমি পার্কে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা গ্রীষ্মের ছুটিতে আসছেন, উপভোগ করছেন প্রাকৃতিক পরিবেশ। এখানে ইকো টুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

শান্তা/ফয়সল