নতুন যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন
2024-08-23 18:48:41

আগস্ট ২৩, সিএমজি বাংলা ডেস্ক: একটি নতুন কমিউনিকেশন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনছাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার চায়না স্যাট ফোর এ নামের নতুন এই যোগাযোগ উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়।

নতুন স্যাটেলাইটটি বেইজিং সময় সকাল ৮টা ২৫ মিনিটে উৎক্ষেপণ করা হয়। একটি পরিবর্তিত লংমার্চ সেভেন ক্যারিয়ার রকেট এটিকে মহাকাশে নিয়ে যায়। এটি ভয়েস, ডেটা, রেডিও এবং টেলিভিশন ট্রান্সমিশন পরিষেবা প্রদান করবে।

উৎক্ষেপণটি ছিল লং মার্চ সিরিজের রকেটের ৫৩২তম ফ্লাইট মিশন।

শান্তা/ফয়সল