চীনের সংস্কার নিয়ে ইতালি, জার্মানি ও ফ্রান্সের বিশেষজ্ঞদের মতবিনিময়
2024-07-26 15:54:50

জুলাই ২৬: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র উদ্যোগে, ‘নতুন যুগে চীনের সংস্কার গভীরতর করা বিশ্বের জন্য সুযোগ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের বিশেষজ্ঞরা।

বৈঠকে, এই তিন দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক মহল এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা, সিপিসি’র সদ্যসমাপ্ত কুড়িতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের সুদূরপ্রসারী তাত্পর্য, চীনা ও ইউরোপীয় সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষা, এবং চীন-ইইউ সহযোগিতায় চীনের অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমের ইতিবাচক প্রভাব নিয়ে মতবিনিময় করেন।

ইতালির সাবেক বিচারমন্ত্রী ও রোম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অলিভিয়েরো ডিলিবার্তো গোলটেবিল বৈঠকে বলেন, বর্তমান বিশ্ব অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং সকল দেশের উচিত একসাথে কাজ করা। সিপিসি’র কুড়িতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে, চীনা শৈলীর আধুনিকায়নকে ‘শান্তিপূর্ণ উন্নয়নের পথে অর্জিত আধুনিকায়ন’ বলে আখ্যায়িত করা হয়েছে। এর গুরুত্বপূর্ণ বাস্তব তাত্পর্য ও সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।

জার্মান-চীন মৈত্রী সমিতির চেয়ারম্যান পিটার ক্রেজবার্গ বলেন, চীন অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে। আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের স্বার্থে নিজেকে আরও উন্মুক্ত করার ব্যাপারেও চীন প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কার গভীরতর করা ও বৈদেশিক উন্মুক্তকরণের ক্ষেত্র সম্প্রসারণের প্রশ্নে চীন দৃঢ়প্রতিজ্ঞ।

ওইসিডি চীন অর্থনৈতিক নীতি গবেষণা কার্যালয়ের পরিচালক মারজিত্ মোলনা বলেন, চীনা শৈলীর আধুনিকায়নকে কেন্দ্র করে, আরও ব্যাপক ও গভীরতর সংস্কারের জন্য পদ্ধতিগত ব্যবস্থা গ্রহণ করেছে চীন। বৈদেশিক বিনিয়োগের পথে বিধিনিষেধ হ্রাস করা এবং অর্থ ও কর ব্যবস্থায় সংস্কার গভীর করাসহ গৃহীত বিভিন্ন পদক্ষেপ, চীনা অর্থনীতির উচ্চ গুণগত মানের স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।

ফরাসি শিলার ইনস্টিটিউটের গবেষক সেবাস্তিয়ান ড্রকন উচ্চ গুণগত মানের উন্নয়নের ক্ষেত্রে চীনের ইতিবাচক অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘তিনটি বৈশ্বিক প্রস্তাবের’ মাধ্যমে, বিশ্বের সাথে নিজের বুদ্ধি ও উন্নয়নের ফলাফল ভাগাভাগি করেছে চীন। আর এর লক্ষ্য পারস্পরিক কল্যাণ অর্জন করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)