ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের দূত
2024-07-26 18:59:10

জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বৃহস্পতিবার ইউক্রেন সংঘাতের সব পক্ষকে যুদ্ধের অবসান ঘটাতে রাজনৈতিক মীমাংসার আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে ফু বলেন,“সব পক্ষের সর্বোত্তম স্বার্থে রাজনৈতিক মীমাংসার মাধ্যমে যুদ্ধের দ্রুত সমাপ্তি প্রয়োজন।”

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার চীন সফর সম্পর্কে কথা বলতে গিয়ে ফু বলেন, ইউক্রেন সংকট নিয়ে দুই পক্ষের মধ্যে গভীরভাবে মতবিনিময় হয়েছে।

ফু মার্কিন প্রতিনিধির মন্তব্যকে প্রত্যাখ্যান করে বলেছেন যে "মার্কিন প্রতিনিধি একটি মিথ্যা বর্ণনা তৈরি করার, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার এবং ইউক্রেন ইস্যুতে চীনকে দোষারোপ করার প্রয়াসে চীনকে অপবাদ দেওয়ার কৌশল অবলম্বন করেছে, যা চীন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।"

ফু ছোং জোর দিয়ে বলেন, "চীন কখনই আগুনে ঘি ঢালেনি, পরিস্থিতির সুযোগ নেয়নি, বা সংঘাতে কোনো পক্ষকে প্রাণঘাতী অস্ত্রও দেয়নি”।

তিনি বলেন, "ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান সুসংগত এবং স্পষ্ট। চীন একটি রাজনৈতিক মীমাংসার মাধ্যমে শান্তির আহ্বান ও প্রচার করে।”

শান্তা/ফয়সল