বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ বিষয়ক সভায় সভাপতিত্ব করেছেন প্রেসিডেন্ট সি
2024-07-26 19:00:52

জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক:  চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিং বৃহস্পতিবার বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ত্রাণ সংক্রান্ত কাজের অধ্যয়ন ও ব্যবস্থা করার জন্য সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বলা হয়, চীন বন্যা নিয়ন্ত্রণের একটি কঠিন সময়ে প্রবেশ করেছে। ইয়াংজি নদী এবং হোয়াংহ্য নদীর অববাহিকায় বন্যা দেখা দিতে পারে। টাইফুন বন্যা নিয়ন্ত্রণ পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলতে পারে।

জুলাইয়ের শেষ থেকে আগস্টের প্রথম অংশ চীনের সর্বোচ্চ বন্যা মৌসুম। এই সময়ের মধ্যে, ভারী বৃষ্টিপাত এবং টাইফুন জলের স্তর বাড়িয়ে দেয়, যা নদী, হ্রদের কাছাকাছি এবং উপকূলরেখা বরাবর জনপদের জন্য হুমকি সৃষ্টি করে।

সভায় বন্যার বিরুদ্ধে কঠিন যুদ্ধে জয়ী হতে বন্যা নিয়ন্ত্রণে অত্যন্ত সতর্ক ও সক্রিয় থাকার জন্য সকল স্তরের কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।

সর্বদা জনগণের জীবন ও নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার নীতি পুনর্ব্যক্ত করে, সভায় বিপদগ্রস্তদের অবিলম্বে স্থানান্তরিত করে হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান নদী ও জলাধারে ডাইক ভাঙা এবং বাঁধ ভেঙে পড়া  রোধে দেশব্যাপী অবকাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়।

শান্তা/ফয়সল