পর্যটন আকর্ষণ করছে ঐতিহ্য
2024-07-26 19:02:36

জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। দক্ষিণ পশ্চিম চীনের ছোংছিং মিউনিসিপালটির ফংশুই মিয়াও এবং থুচিয়া স্বায়ত্তশাসিত কাউন্টির ছিইয়ো চিউলিছ্যং সিনিক স্পটে সম্প্রতি এক ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিয়াও জাতির ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠান দেখতে ভিড় করেন পর্যটকরা।

জাতিগোষ্ঠীর সংস্কৃতি এবং লোকজ পোশাক ও অলংকার পর্যটকদের আকর্ষণ করে। এ কারণে গ্রীষ্মকালীন ছুটিতে স্থানীয় কর্তৃপক্ষ লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। মিয়াও জাতির ঐতিহ্যবাহী এই বিয়ে দেখতে ও এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে উৎসাহী পর্যটকরা সিনিক স্পটটিতে ভ্রমণ করেন।

শান্তা/ফয়সল