বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগে দারুণ প্রবৃদ্ধি চীনে
2024-07-26 19:07:49

জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগে বেশ ভালো প্রবৃদ্ধি ছিল চীনে। বৃহস্পতিবার সরকারি তথ্যে দেখা যায়, বৈশ্বিক বাজারে চীনের অংশগ্রহণের পরিসরও বেড়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, দেশের অ-আর্থিক আউটবাউন্ড প্রত্যক্ষ বিনিয়োগ বা ওডিআই বছরের প্রথম ছয় মাসে ১৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধির হার প্রথম তিন মাসে ছিল ১২ দশমিক ৫ শতাংশ।

প্রথম ছয় মাসে, চীন-প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) কাঠামো দারুণ উন্নতি দেখিয়েছে, কারণ বিআরআই-তে অংশগ্রহণকারী দেশগুলোতে ওডিআই বছরে ৯ দশমিক ২ শতাংশ হারে বেড়ে ১৫ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এ সময়ে চুক্তিকৃত বিদেশি প্রকল্পের টার্নওভার দাঁড়িয়েছে ৭২ দশমিক ২৫ বিলিয়ন ডলারে। নতুন চুক্তির মূল্য ২২ শতাংশ বেড়ে হয়েছে ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: চায়না ডেইলি