ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দলের সমঝোতায় চীনের মধ্যস্থতার প্রশংসা করে আন্তর্জাতিক সমাজ
2024-07-25 11:24:00

জুলাই ২৫: চীনের মধ্যস্থতায় ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল বেইজিংয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে, এটি আন্তর্জাতিক সমাজের ব্যাপক প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০৫৯২জন নেটিজন সিজিটিএনের জরিপে অংশ নিয়েছেন এবং তাদের মধ্যে ৯২.৮১ শতাংশ মানুষ মনে করেন, ফিলিস্তিনি জনগণের ক্ষমতা, দেশের বিচ্ছিন্নতা অবসান এবং ফিলিস্তিনের একীকরণে নতুন প্রচেষ্টা চালিয়েছে চীন, ফিলিস্তিনের বিভিন্ন পক্ষের মতভেদ মোকাবিলায় চীনের মধ্যস্থতা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

‘বেইজিং ঘোষণায়’ ফিলিস্তিনের বিভিন্ন পক্ষ অস্থায়ী জাতীয় সমঝোতা সরকার গঠন করা এবং গাজায় পুনর্নির্মাণ কাজে একমত হয়েছে। জরিপে ৮৭.২৩ শতাংশ নেটিজন মনে করেন, ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দলের সমঝোতা ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের অবসান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক। মধ্যপ্রাচ্যের সংঘর্ষে অন্যান্য দেশ উস্কানিমূলক আচরণের তুলনায় চীনের শান্তিপূর্ণ উন্নয়ন তত্ত্ব আরো বেশি সমর্থন পেয়েছে। ৮৭.২৫ শতাংশ নেটিজন মনে করেন, চীনের উত্থাপিত অভিন্ন, বহুমুখী, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা চেতনা আরো কার্যকর।

 

সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার এবং ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা বাস্তবায়ন করা চীনের গঠনমূলক ভূমিকা আন্তর্জাতিক সমাজের প্রশংসা পেয়েছে। ৯০.১৫ শতাংশের নেটিজেন মনে করেন, ভৌগোলিক মতভেদ মোকাবিলা এবং বিশ্ব প্রশাসনে চীনের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইতিবাচক, আস্থাবান ও চমত্কার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে চীন।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)