চীনের টেলিকম খাত বছরের প্রথমার্ধে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে
2024-07-25 14:32:54

জুলাই ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের টেলিযোগাযোগ শিল্প ২০২৪ সালের প্রথমার্ধে সাধারণভাবে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে। সম্প্রতি সরকারীভাবে এ তথ্য প্রকাশিত হয়েছে।

জানুয়ারি-জুন সময়ের মধ্যে, টেলিকমের মোট ব্যবসার পরিমাণ বছরে ১১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, এই সেক্টরে প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ব্যবসায়িক রাজস্ব মোট ৮৯৪.১  বিলিয়ন ইউয়ান (প্রায় ১২৩.০৯ বিলিয়ন ইউএস ডলার), যা বছরে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইন্টারনেট ডেটা সেন্টার, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং ইন্টারনেট অফ থিংসের মতো উদীয়মান ব্যবসাগুলোর সম্মিলিত রাজস্ব দ্বিগুণ-অঙ্কের বৃদ্ধি অব্যাহত রেখেছে। প্রথম ছয় মাসে, মোট ব্যবসায়িক রাজস্ব২২৭.৯ বিলিয়ন ইউয়ান (প্রায় ৩১.৩৮  বিলিয়ন ইউএস ডলার) অর্জিত হয়েছে, যা সেক্টরের ব্যবসায়িক রাজস্বে ২.৭ শতাংশ-পয়েন্ট বৃদ্ধির কারণ।

শান্তা/মিম