চৌদ্দতম চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির অষ্টম পুর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত
2024-07-25 17:35:48

জুলাই ২৫: চৌদ্দতম চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির অষ্টম পুর্ণাঙ্গ অধিবেশন গতকাল (বুধবার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ১৫জন স্থায়ী সদস্য তাতে ভাষণ দিয়েছেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটি এবং জাতীয় পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হু নিং এতে উপস্থিত ছিলেন। 

ভাষণে স্থায়ী সদস্যরা বলেন, সিপিসি’র ২৩তম কংগ্রেসের তৃতীয় পুর্ণাঙ্গ অধিবেশনে আরও সার্বিকভাবে সংস্কার গভীরতর করার ব্যবস্থামূলক প্রস্তাব গ্রহণ করা হয়। যা চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র উন্নয়ন ও সম্পূর্ণ করা এবং জাতীয় প্রশাসনিক ব্যবস্থা ও সক্ষমতার আধুনিকায়নের জন্য সি চিন পিং কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সক্রিয় পদক্ষেপের প্রতিফলন। জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের উচিত, সেই পুর্ণাঙ্গ অধিবেশনের চেতনায় সার্বিকভাবে সংস্কার গভীরতর করাসহ ধারাবাহিক নতুন চিন্তা, নতুন দৃষ্টিকোণ এবং নতুন বিবেচনা সম্পর্কে বোঝাপড়া গঠন করে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন অনুশীলন করা ও বেগবান করা। 

 

(রুবি/তৌহিদ/সুবর্ণা)