মধ্যপ্রাচ্যের জনগণের ভাগ্য নিজেদের হাতে নেওয়াতে সমর্থন জানায় চীন
2024-07-25 11:35:00

জুলাই ২৫: চীন সবসময় দৃঢ়তার সাথে ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুনরুদ্ধার এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির জনগণের ভাগ্য নিজেদের হাতে নেওয়ায় সমর্থন দেয়। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেছেন।

‘বেইজিং ঘোষণা’ কার্যকরের ভবিষ্যৎ প্রসঙ্গে মাও নিং বলেন, ফিলিস্তিনের ১৪টি দল সমঝোতা সংলাপ আয়োজন করে, ‘বেইজিং ঘোষণা’ স্বাক্ষর করে ফিলিস্তিনি জনগণের জন্য আশা ও ভবিষ্যৎ ডেকে আনে এবং ফিলিস্তিন সমস্যা সমাধান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিলিস্তিনের অভ্যন্তরীণ সমঝোতার গুরুত্ব হলো আস্থা দৃঢ়তর করা, সঠিক পথে থাকা এবং ধাপে ধাপে এগিয়ে যাওয়া। বিভিন্ন মতের সংযুক্তি এবং কার্যে পরিণত করা, সমঝোতা প্রক্রিয়া আরো দৃঢ় করা এবং অভ্যন্তরীণ একতা ও সুসংহত করা উচিত বলে মনে করে চীন।

(প্রেমা/তৌহিদ/ছাই)