বৈঠকের টেবিলে সব বিতর্ক সমাধান করতে হয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-07-25 17:36:39

জুলাই ২৫: গতকাল (বুধবার) চীনের কুয়াং চৌ শহরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ইউক্রেন সংকট নিয়ে মতবিনিময় করেছেন। চীন মনে করেন, যে কোনো সংঘাত অবশেষে আলোচনার টেবিলে রাজনৈতিকভাবে সমাধান করতে হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এদিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন।


মাও নিং জানান, বৈঠকে ওয়াং ই বলেছেন, চীন ও ইউক্রেনের শীর্ষনেতারা সুদূরপ্রসারী দৃষ্টিকোণ থেকে দু’দেশের সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন এবং চীন-ইউক্রেন সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা সামনে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছেন। দু’দেশের উচিত শীর্ষনেতার বার্তা অনুসরণ করে চীন-ইউক্রেন সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন সাধন করা। 

ওয়াং ই আরও বলেন, সিপিসি’র ২৩তম কংগ্রেসের তৃতীয় পুর্ণাঙ্গ অধিবেশন নতুন দফায় সার্বিকভাবে সংস্কার গভীরতর করার যাত্রা সূচনা করেছে। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের সার্বিক অগ্রযাত্রা বিভিন্ন দেশের জনগণের জন্য নতুন সুযোগ বয়ে আনবে। চীন ও ইউক্রেনের উচিত দু’দেশের সহযোগিতা ব্যবস্থার ভূমিকা পালন করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। চীন অব্যাহতভাবে ইউক্রেন থেকে খাদ্য আমদানি বাড়বে এবং ইউক্রেনের সঙ্গে লজিস্টিক সহযোগিতা ও আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা রক্ষা করবে। 

মাও নিং জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বৈঠকে বলেছেন, চীন একটি মহান দেশ। ইউক্রেন-চীন কৌশলগত অংশীদার এবং গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক সহযোগিতামূলক অংশীদার। ইউক্রেন তাইওয়ান বিষয়ে চীনের অবস্থানকে সমর্থন করে এবং অব্যাহতভাবে এক চীন নীতিতে অটল থাকবে। ইউক্রেন দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে রাজনৈতিক আস্থা সুসংবদ্ধ করতে আর্থ-বাণিজ্যিক শক্তি চাঙ্গা করা এবং কৃষিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়তে চায়। 

(রুবি/তৌহিদ/সুবর্ণা)