চীনা মুদ্রায় যাত্রীবাহী বিমান লিজ নিলো তুর্কি এয়ারলাইন
2024-07-25 18:05:28

জুলাই ২৫: তুর্কি এয়ারলাইন, প্রথমবারের মতো, চীনা মুদ্রা আরএমবি ব্যবহার করে, ৩টি এয়ারবাস এ৩৫০ যাত্রীবাহী বিমান লিজ নিয়েছে। তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি গতকাল (বুধবার) এ তথ্য জানায়।

এভিআইসি আন্তর্জাতিক লিজিং কর্পোরেশন এবং সিসিবন ফাইন্যান্সিয়াল লিজিং কর্পোরেশনের মাধ্যমে বিমান ৩টি লিজ নেওয়া হয়। বিমানগুলো চলতি বছরের মে ও জুলাই মাসে তুর্কি এয়ারলাইনে যুক্ত হয়েছে। 

উল্লেখ্য, তুর্কি এয়ারলাইন তুরস্কের বৃহত্তম এয়ারলাইন। এটি ১৯৩৩ সালে যাত্রা শুরু করে এবং এর সদর দফতর ইস্তাম্বুলে অবস্থিত। 

(অনুপমা/আলিম/ছাই)