ওয়াং ই ও হিরোশি মোরিয়ামার বৈঠক অনুষ্ঠিত
2024-07-24 11:18:41

জুলাই ২৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে জাপানের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির জেনারেল কাউন্সিলের চেয়ারম্যান হিরোশি মোরিয়ামার সঙ্গে এক বৈঠক করেছেন।

ওয়াং ই বলেন, চীন ও জাপান ‘পারস্পরিক সহযোগিতামূলক অংশীদার, একে অপরের জন্য হুমকি সৃষ্টি না-করার’ মতৈক্যে পৌঁছেছে। দু’পক্ষের উচিত দু’দেশের মধ্যে চারটি রাজনৈতিক দলিল মেনে চলে, সংলাপ জোরদার করে সমঝোতা বাড়ানো ও সহযোগিতা গভীরতর করা।

তিনি ফুকুশিমার পারমাণবিক দূষিত পানি সাগরে নিষ্কাসনএবং তাইওয়ান বিষয়ে চীনের অবস্থান ও উদ্বেগ ব্যাখ্যা করে বলেন, পারমাণবিক দূষিত পানি সাগরে ঢেলে ফেলা মানবজাতির স্বাস্থ্য, সামুদ্রিক পরিবেশ ও আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। বর্তমানের জরুরি কাজ হলো দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক তত্ত্বাবধান ব্যবস্থা প্রতিষ্ঠা করে, চীনের মতো স্বার্থজড়িত পক্ষের সার্বিক ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। জাপানের উচিত তাইওয়ান বিষয়ে সতর্কতার সঙ্গে কথা বলা ও কাজ করা। যাতে চীন-জাপান সম্পর্কের ভিত্তি ক্ষতিগ্রস্থ না হয়।

 

হিরোশি মোরিয়ামা চীনের সঙ্গে বিনিময় জোরদার করা এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বেগবান করে দু’দেশের কৌশলগত ও পারস্পরিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নে আগ্রহ দেখান।

(প্রেমা/তৌহিদ/ছাই)