লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার আহ্বান চীনের
2024-07-24 18:53:03

জুলাই ২৪: লোহিত সাগরে আন্তর্জাতিক নৌচলাচল নির্বিঘ্ন রাখতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং। তিনি গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে ইয়েমেনবিষয়ক এক বক্তব্যে এ আহ্বান জানান।

তিনি বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে হয়রানি করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে; এসব জাহাজের অবাধ চলাচলের অধিকারকে সম্মান করতে হবে।

ফু ছুং বলেন, ইয়েমেন ইস্যুর সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে করা জরুরি। চীন আশা করে, সংশ্লিষ্ট সকল পক্ষ সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য কাজ করবে, ঐকমত্য সৃষ্টি করবে। আন্তর্জাতিক সমাজের  উচিত এ ব্যাপারে ইয়েমেনকে সহায়তা করা এবং গঠনমূলক ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, লোহিত সাগরে অব্যাহত উত্তেজনা ‘উদ্বেগজনক’। চীন আবারও হুথি সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক আইন অনুসারে লোহিত সাগরের জলে সকল দেশের বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ চলাচলের অধিকারকে সম্মান করতে আহ্বান জানায়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)